নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ও যানজট নিরসনে কঠোর অবস্থানে থানা পুলিশ। সোমবার (২৪ মার্চ) বিকেলে ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনকল্পে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলি মহাসড়ক সহ কালীঞ্জের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মোহরা দিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিউদ্দিনের নেতৃত্বে এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, থানার উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলায় একাধীক পোশাক তৈরি কারখানা সহ শিল্প প্রতিষ্ঠানের কারণে কালীগঞ্জের বিভিন্ন এলাকার এখন ব্যস্ত নগরীতে হয়ে উঠেছে। একই সাথে কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম এলাকাগুলোতে শত শত ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও সেগুলোতে গাড়ির পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তা জুড়ে দখল করে আছে মোটরসাইকেল প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহন। ফলে সবসময় যানজট লেগেই আছে। এ ব্যস্ততার ফাঁকে চুরি ছিনতাইকারী ও পকেটমারের ভিড় বেড়ে যায়।
সূত্র আরো জানায়, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশে ও কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের দিকনির্দেশনায় সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় কঠোর অবস্থানে কালীগঞ্জ থানা পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা যানজট নিরসনে কালীগঞ্জে ব্যস্ত এলাকা সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, যানজট নিরসনে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনকল্পে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, কালীগঞ্জের রাস্তাগুলো খুবই ছোট আর রাস্তা ছোট হওয়ার কারণে বিভিন্ন জনবল এবং যানবাহন বৃদ্ধি পাওয়ায় ফলে যানজট বৃদ্ধি পেয়েছে। তবুও আমরা এই যানজট নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রতি ৬ ঘন্টা অন্তর অন্তর রোস্টার ভিত্তিক যানজট নিরসনে পুলিশ ডিউটি করে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।