নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেড জোন ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ায় সংক্রমণের হার কমেছে বলে জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক। শনিবার (৩ জুলাই) রাতে তিনি স্থানীয় গণমধ্যম কর্মীদের এ কথা বলেন।
ইউএনও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে’রেড জোন’ ঘোষণা করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে এই রেড জোন’ করা হয়। পৌরসভার রেড জোন হিসেবে চিহ্নিত ওই তিনটি ওয়ার্ডে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এতে ওই এলাকায় করোনা সংক্রমণ রোধে ভালো ফল পাওয়া গেছে।পরিসংখ্যানে দেখা গেছে রেড জোন ঘোষণার শুরুতে ওই তিনটি ওয়ার্ডে সংক্রমণের হার ছিল ১৭ শতাংশ। আর বর্তমানে তা কমে হয়েছে ৩ শতাংশ।রেড জোন ঘোষণার কারণেই সংক্রমণের হার নেমেছে বলে মনে করছেন তিনি।
তিনি আরো বলেন, এ তিনটি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার বাসিন্দা রয়েছে। এখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১ জনের। মারা গেছে ৩ জন. সুস্থ হয়েছে ৫ জন এবং আইসোলেশনে আছে ৩৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।