নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সেনপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া (২৪) এবং একই গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. ফারুক হাসান (৩৮)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার (১১ জানুয়ারি) সকালে তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


