নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ মাসকাসক্তকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, সোমবার গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার শীতলক্ষ্যা নদীর পাশ থেকে ৪ মাদক সেবনকারীকে (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের পর ৪ মাদক সেবনকারীকে (গাঁজা) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪টি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ও ৭দিন করে বিনাশ্রম কারা প্রধান করা হয়। পরে তাদের গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গাজীপুর জেলা জেলখানায় প্রেরণ করেন।
এ সময় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার মো. মোজাম্মেল হক, উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।