নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত স্থানীয় ৫৬ জন শিক্ষক-কর্মচারী।
সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষক ও ৭ জন কর্মচারীর মাঝে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা নগদ বিতরণ করেন ইউএনও মো. শিবলী সাদিক। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে সবচেয়ে অসহায় জীবনযাপন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। তাই নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্থানীয় ৫৬ জন শিক্ষক-কর্মচারীকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিজন শিক্ষককে ৫ হাজার ও কর্মচারিকে ২ হাজার ৫শ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা পেয়েছেন কালীগঞ্জের সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের ২৫ শিক্ষক ও ৫ কর্মচারি, মসলিন কটন মিল উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষক ও ২ কর্মচারি, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের ৭ শিক্ষক, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক ও ১ কর্মচারি, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষক ও চুপাইর উচ্চ বিদ্যালয় ১ শিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।