জুমবাংলা ডেস্ক: সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্ট জাজেস কমপ্লেক্সে এক আলোচনা সভায় যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। খবর ইউএনবি’র।
তিনি বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বুধবার তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্ট দিবস উদযাপন করবে। ১৯৭২ সালের এই দিনে কার্যক্রম শুরু করেছিল সুপ্রিম কোর্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গ্রহণ করা হয় এবং তা কার্যকর হয় ১৬ ডিসেম্বর।
বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উদ্বোধন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।