
জুমবাংলা ডেস্ক: প্রবল স্রোতের জন্য আজ বহুল প্রত্যাশিত পদ্মাসেতুর ৩২তম স্প্যান স্থাপন করা না গেলেও আগামীকাল রবিবার তা স্থাপন করা হবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসরাম আজ সন্ধ্যায় জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ‘আগামীকাল সকালে আমরা আবারো ৩২তম স্প্যান স্থাপনের চেষ্টা করব।’
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, মাওয়া প্রান্তে ৪র্থ ও ৫ম পিয়ারের সংযোগকারী ৩২ তম স্প্যান স্থাপন করা হবে।
গত ১০ জুন ৩১তম স্প্যান স্থাপন করায় পদ্মাসেতুর ৪ দশমিক ৬৫০ কিলোমিটার কাঠামো দৃশ্যমান হয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


