নিজস্ব প্রতিব্দেক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু ওরফে ‘ডেভিল দেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে কাশিমপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে চাঁদাবাজি, জমি দখল, জিরানী বাসস্ট্যান্ড এলাকায় চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি জিরানী বাজারের সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের সময় নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে দেলোয়ার হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।