জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার ও চার ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়ে যাওয়ার এক মাস পর জেলার ও ডেপুটি জেলারদের বদলি করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলারকে এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ওই চার ডেপুটি জেলারকে বদলির আদেশ দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। পরে তদন্ত কমিটিতে আরও দু’জন সদস্য বাড়ানো হয়। কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলায় সাত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও পাঁচ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। কয়েদি পালিয়ে যাওয়ার এক মাস দু’দিন পর কাশিমপুর কারাগার-২ এর জেলার মুহাম্মদ বাহারুল ইসলাম ও চারজন ডেপুটি জেলার ফারুক হোসেন, মনির হোসেন, সোহেল হোসেন ও আখেরুল ইসলামকে বিভিন্ন জেলা কারাগারে বদলি করা হয়েছে। পালিয়ে যাওয়া কয়েদির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৩৪)। তিনি সাতক্ষীরার শ্যামনগর থানার আবাদ চণ্ডিপুর এলাকার তেছের আলী গাইনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার ফারুক হোসেন বলেন, আমাদের চারজন ডেপুটি জেলার ও জেলার স্যারকে বদলি করা হয়েছে। কী কারণে সেটা বলতে পারবো না। হয়তোবা কারাগার থেকে কয়েদি পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।