নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, ২ ও মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৭ হাজার বন্দির জন্য বিশেষ সেহেরি ও ইফতারের আয়োজন করা হয়েছে। মহিলা কারাগারে বন্দিদের সঙ্গে থাকা শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মোট ২ হাজার ৩ শতাধিক বন্দি রয়েছেন। এর মধ্যে, ফাঁসির আসামি ১ হাজার ৩০ জন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫০ জন।
এ কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, বন্দিদের জন্য ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, ডিম, খেজুর ও শরবত দেওয়া হবে। সন্ধ্যায়, পোলাও, মাংস, মিষ্টি, সালাদ এবং সেহরিতে সাদা ভাত, রুই, মুড়িঘণ্টা ও ডিম রাখা হয়েছে।
কারাগার-১ এর জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, এ কারাগারে মোট বন্দি ১ হাজার ৩৬৮ জন। এর মধ্যে, ফাঁসির আসামি ১০৩ জন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৬৬ জন।
‘এ কারাগারে বন্দিদের আজ ইফতারে ছোলা, পেঁয়াজু, কলা, খেজুর, মুড়ি ও ডিম দেওয়া হবে। রাতের খাবারের জন্য পোলাও, মাংস, সালাদ, মিষ্টি রাখা হয়েছে। সেহরিতে সাদা ভাত, আলুর দম, মাছ খাওয়ানো হবে।’- যোগ করেন তিনি।
জেল সুপার শাহজাহান আহমেদ কাশিমপুর কেন্দ্রীয় মহিলা করাগারের ভারপ্রাপ্ত জেল সুপারেরও দায়িত্ব রয়েছে। তার তথ্যমতে, মহিলা করাগারে মোট বন্দির সংখ্যা ৫৬২ জন। এর মধ্যে, ফাঁসির আসামি ৩২ জন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৭ জন।
এ কারাগারে বন্দিদের সঙ্গে থাকা ৫৪ শিশুর জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নারী কয়েদিদের জন্য ইফতার ও সেহরিতে কারাগারে ১-এর একই মেনু রাখা হয়েছে।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, এ করাগারে মোট বন্দি ২ হাজার ৮২৭ জন। এর মধ্যে, ফাঁসির আসামি ১১৭ জন। কয়েদি ৬০০ জন।
তিনি বলেন, এ কারাগারের বন্দিদের ইফতারিতে ছোলা, মুড়ি পেঁয়াজু, শরবত, কলা ও জিলাপি দেওয়া হবে। রাতের খাবারে পোলাও, মাংস, সালাদ ও মিষ্টি রাখা হয়েছে। সেহেরিতে সাদা ভাত, আলুর দম, মাছ, ডিম ও সবজি খাওয়ানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।