নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ২০০৯ সালের ঢাকার পিলখানায় ঘটে যাওয়া ঐতিহাসিক বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত ৯ জন সাবেক বিডিআর সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত ৯ জনের জামিনের আদেশের কাগজপত্র যাচাই শেষে আজ দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া একই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র এসেছে, যাচাই-বাছাই শেষে বিকেলে তাদেরও মুক্তি দেওয়া হতে পারে।”
কারা সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন এসব সদস্য। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই শেষে বুধবার দুপুরে ৯ জনকে মুক্তি দেওয়া হয়।
বাকি চারজনের জামিন সংক্রান্ত কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আজ বিকেলেই তারাও মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
পিলখানার মর্মান্তিক ওই বিদ্রোহে তৎকালীন বিডিআর সদর দফতরে ৫৭ জন সেনা কর্মকর্তা ও একাধিক সদস্য নিহত হয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক দুঃখজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


