আন্তর্জাতিক ডেস্ক : দুই কোরিয়ার যৌথ অফিস গুঁড়িয়ে দেয়ার দায়ে এবার মামলা হলো কিম জং উনের বোন কিম ইয়োর বিরুদ্ধে। উত্তর কোরিয়ার এই ভবিষ্যৎ নেত্রীর বিরুদ্ধে এই মামলা হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
জুন মাসে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেওয়া হয় কিম ইয়োর নির্দেশে।
এই অভিযোগে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার আইনজীবী। গত কয়েক দশক ধরে উত্তরের প্রবল বিরোধী দক্ষিণ কোরিয়া। কিন্তু কয়েকটি যৌথ অনুষ্ঠানে সম্পর্কের বরফ গলিয়ে দুই দেশ কাছাকাছি এসেছিল। কিম ইয়ো দক্ষিণ কোরিয়ায় আসেন।
এমনকি তার বড় ভাই কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়। পরে সেই সম্পর্কের চিড় ধরেছে। এদিকে কিম ইয়োর বিরুদ্ধে মামলার ঘটনায় ছড়িয়েছে আলোড়ন। এই মামলায় দক্ষিণ কোরিয়া সরকারের তহবিলে নির্মিত ওই লিয়োজোঁ ভবন ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, কিম জং উনের বোনকে মামলার জন্য আদালতে ডেকে পাঠানোর কোনও এখতিয়ার দক্ষিণ কোরিয়ার আদালতের নেই। এই মামলা মূলত প্রতীকী। আশঙ্কা করা হচ্ছে, মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।