জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় একটি বীজ ভাণ্ডার ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপজেলার সুখিয়া বাজারের শহীদ বীজ ভাণ্ডার ও তার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শহীদ বীজ ভাণ্ডারের মালিক জাহাঙ্গীর আলম শহীদ জানান, দুপুরে হটাৎ করেই বাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে শেষ হয়ে গেছে।
পাকুন্দিয়া থানার সাব-ইন্সপেক্টর দেওয়ান সাদেকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ভুক্তভোগীদের সাথে আরও কথা বললে মূল ক্ষতির পরিমাণ জানা যাবে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।