কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট বলেছেন, ভিক্ষুকমুক্তর মতো কিশোরগঞ্জ উপজেলা সকল ক্ষেত্রে হবে ‘মডেল উপজেলা’। মডেল উপজেলা হিসেবে একদিন পরিচিতি ঘটবে গোটা দেশে। এজন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
তিনি আজ (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সূধীজনের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নবীরুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, শাপলা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, জনকল্যাণ ফোরামের একেএম সাবুল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের ফজলার রহমান, উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ এবং সহকারী শিক্ষক সুকুমার রায়।
সভায় উপজেলার উন্নয়ন-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা কিশোরগঞ্জকে একটি সম্ভাবনাময় উপজেলা হিসেবে তুলে ধরে বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি ও কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন বেগবান করতে সকলকে একসাথে কাজ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।