মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এক কিশোরকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
শনিবার রাতে আহত কিশোর রিদুয়ান আনছারীর মা রেহেনা আক্তার পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে শহরের গঙ্গাধরপট্টি এলাকার আবুল লাইচ আনছারীর ছেলে রিদুয়ান চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে সহপাঠী সিয়াম মাহমুদ সাব্বির কৌশলে তাকে কালিগঙ্গা নদীর পাড়ে ডেকে নেয়। সেখানে ইয়াজুল ইসলাম প্রান্ত, আপন খান, নাফসিন আহমেদ, বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও অনেকে উপস্থিত হয়ে লোহার রড, মোটরসাইকেলের চেইন ও হাতুড়ি দিয়ে রিদুয়ানকে মারধর করে। পরে তার গলায় চেইন পেঁচিয়ে হত্যাচেষ্টা করা হয় এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় প্রান্ত। এমনকি নদীতে ফেলে দেওয়ারও চেষ্টা চালানো হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।আহত অবস্থায় রিদুয়ানকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর মা রেহেনা আক্তার ক্ষোভের সাথে বলেন, এর আগেও বিদ্যালয়ে ঝগড়ার ঘটনায় সিয়ামকে টিসি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে মুচলেকা দিয়ে পুনরায় ভর্তি হলেও তার ছেলে রিদুয়ানকে দেখে নেওয়ার হুমকি দেয় সে। সেই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তার।
এ ব্যাপারে মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, আহত কিশোরের মা থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।