জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজারকেন্দ্রীক কিশোর অপরাধীদের গ্যাং লিডার কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দু’টি অস্ত্রসহ টিনুকে গত রোববার রাতে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানী শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমীন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন জানান, অস্ত্র মামলায় টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানায়। দুপুরে শুনানী শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাতে নগরীর চকবাজার এলাকা থেকে একটি শর্টগান, একটি বিদেশি পিস্তল এবং ৬৭ রাউন্ড গুলিসহ টিনুকে গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজী ও সন্ত্রাসের অসংখ্য অভিযোগ রয়েছে।
টিনু নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে জানায় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।