কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের পাশের ড্রেনের পাইপ থেকে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিমের সহযোগিতায় ‘পদ্ম গোখরা’ সাপের ২৬ টি ডিম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) ডিমগুলো উদ্ধার করেন এবং ডিমগুলো যে পদ্ম গোখরার সেই বিষয়টি নিশ্চিত করেছেন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত বিষধর একটি সাপ,পাহাড়ি অঞ্চল হওয়ায় রাতে সবার সাবধানে চলাচল করা উচিত, সাপের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে বিধায় ড্রেনের পাইপে ডিম দিয়েছে।’
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, গতকাল আনুমানিক দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আদনান আলম ড্রেনে ডিমগুলো দেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জানালে তারা ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য নজরুল ইসলাম ফেনী থেকে এসে সন্ধ্যা সাড়ে ছয়টার স্নেক রেসকিউ টিম অভয়ারণ্য কুবির সহায়তায় ডিমগুলো উদ্ধার করেন। সেখানে প্রায় ২৬ টি ডিম ছিলো।
এ ব্যাপারে আদনান আলম বলেন, ‘ডিপার্টমেন্ট থেকে রুমে আসার সময় ড্রেনের মধ্যে ১৬ টি ডিম দেখতে পাই,তারপর অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দীপ ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানাই। এরপর নজরুল ভাই এসে আরো ১০ টি ডিম উদ্ধার করে।’
ডিমগুলো উদ্ধারের সময় অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক দীপ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।