জুমবাংলা ডেস্ক : কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে সমর্থনকারীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় মিছিল বের করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন বিএনপি নেতা-কর্মীরা।
পরে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালা কচুয়া এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবরোধ সমর্থনকারীরা। পরে আইনশৃঙ্খলা ভাবে বাহিনীর প্রতিরোধের মুখে তারা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হয়।
এ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান ও কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘জেলার সকল মহাসড়কের নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।’
জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘সকালে মহাসড়কের ঝাগুর ঝুলি এলাকায় জামাত-বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।