জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিক মুড়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। আজ সকাল ১০টায় নাঙ্গলকোট উপজেলা নিবার্হী কর্মকর্তা লামইয়া সাইফুল ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন।
ঙ্গলকোট উপজেলা নিবার্হী কর্মকর্তা লামইয়া সাইফুল বাসসকে বলেন, প্রত্যেক সুবিধাভোগীর হাতে জমির দলিল, নামজারি, জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
ঘর পেয়ে আনন্দে আপ্লুত হোসনেয়ারা নামে এক নারী নিজের দুর্দশার কথা জানিয়ে বাসসকে বলেন, তার স্বামী কাজ পায় না। খেয়ে-না খেয়ে দিন যায় তাদের সংসার। কোথাও মাথা গোঁজার ঠাঁই ছিল না। কোনোদিন ভাবেননি তাদের ঘর হবে। শেখের বেটি শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছে এই বলে খুশিতে উপকারভোগী ওই নারী কাঁদতে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামীমা আক্তার, ভূমি উপসহকারী কর্মকর্তা নিত্যানন্দ সূত্রধর প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।