জুমবাংলা ডেস্ক: আসন্ন রমজান মাস উপলক্ষে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সকালে জেলার বিসিক শিল্পনগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিম্নমানের অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করায় মেসার্স বেঙ্গল ফুডকে ২০ হাজার টাকা
জরিমানা করা হয় এবং ৫বস্তা লবণ ধ্বংস করা হয়।
এছাড়াও মেশিনে ভাজা মুড়ি প্যাকেটকরণের সময় হাতে ভাজা মুড়ি হিসেবে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্যাকেটজাত করায় মেসার্স তানভীর ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ইফতারি সামগ্রী প্রস্ততকারক প্রতিষ্ঠানের মালিকদের রমজানে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত করার
নির্দেশনা দেওয়া হয়। তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম। এই সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ মেজবাহ উদ্দীন ভূঁইয়া, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা
পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।