Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এ পর্যন্ত দেশে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো মধ্যেই করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
তিনি আরো জানান, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসার সব দায়িত্ব সেদেশের সরকার নিয়েছে। কোনো রোগী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমন কোন সংবাদ প্রচার না করার অনুরোধও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।