জুমবাংলা ডেস্ক : প্রকৃতির খাম-খেয়ালিপনায় কত কিছুই না বিস্ময়কর ও আজব জিনিস দেখতে পাওয়া যায়। এমনি একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে।
ডিম থেকে সদ্য ফুটে বের হয়েছে ৪ পায়ের এক আজব মুরগির ছানা। ৪ পা নিয়ে জন্ম নেয়া ওই মুরগির ছানাটিকে দেখতে উৎসুখ জনতা ভিড় করছে। চার পা দিয়ে সে মায়ের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে আঙিনার এপার থেকে ওপার।
খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে একটি মুরগি দুটি বাচ্চার জন্ম নেয়। তার মধ্যে একটি চার পা নিয়ে জন্ম নেয়।
আমিনুল ইসলামের স্ত্রী নূরী আক্তার জানান, আমার পালিত একটি মুরগি ৭টি ডিম দেয়। সেই ডিমগুলি বাচ্চা ফুটানোর জন্য দেয়া হয়। এর মধ্য থেকে পাঁচটি ডিম নষ্ট হয়ে যায়। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চার জন্ম হয়। তার মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে।
তিনি আরও বলেন, বাচ্চাটি চলাচলের সময় দুটি পা ব্যবহার করছে। আর বাকি দুটি পা ছোট হওয়ায় ব্যবহার করছে না। এতে বাচ্চাটির চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।
এ বিষয়ে জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার জানান, অনেক সময় চার পা নিয়ে মুরগির বাচ্চার জন্ম হয়ে থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থ এনোমেলিজ বলে। বাংলা ভাষায় যার অর্থ জন্মগত অসঙ্গতি বা ত্রুটি। জন্মগত সমস্যার কারণেই এ ধরনের বাচ্চার জন্ম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।