কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তিনজনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত তিনজন হলেন, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকার রেজাউলের স্ত্রী রুনা বেগম (২৯), একই এলাকার মহসিনের মেয়ে রুপা মনি ওরফে মুবিনা (১১) এবং আয়নালের ছেলে হাসিবুল (৯)।
নৌকা ডুবি থেকে উদ্ধার হওয়া রুবেল ও আবির জানান, তারা নারী ও শিশুসহ ১৫- ২০ জন মঙ্গলবার দুপুরে নৌকায় করে ঘুরতে যায়। এসময় হঠাৎ নৌকা উল্টে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মো. মঞ্জিল হক জানান, নিখোঁজদের খোঁজে রংপুর থেকে আগত দুইজন ডুবুরি ওই জলাধারে তল্লাশি চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।