কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে বানভাসীদের মাঝে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ত্রাণ বিতরণ করেছেন।
সোমবার ভোরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিশামত মালভাঙ্গা, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু আশ্রয়ন কেন্দ্র এবং চিলমারী উপজেলার চর সাকাহাতি আশ্রয়ন কেন্দ্রে ২ হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমীন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
সচিব রবিবার বিকালে কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। এরপর সন্ধ্যায় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দুর্যোগ বিষয়ে মতবিনময় করেন। সোমবার ত্রাণ বিতরণ শেষে স্পীড বোড যোগে গাইবান্ধায় জেলার উদ্দ্যোশে রওয়ানা দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।