জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রৌমারী গ্রাম জামে মসজিদের টিএনটি মোড় সংলগ্ন অবস্থিত দান বাক্স ভেঙে টাকা চুরি করার ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মুসল্লীদের হঠাৎ নজরে আসে দান বাক্স ভাঙা। পরে মুসল্লীরা দানবাক্সের কাছে গিয়ে দেখতে পায় বাক্সের তালা ভাঙা। এবং ভিতরে কোন টাকা নেই।
দান বাক্সের ভেতর থেকে ঠিক কত টাকা চুড়ি হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন, মসজিদের ওই দান বাক্সে প্রতি সপ্তাহে প্রায় ৩ হাজার টাকার মত জমা হয়।
এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি নুরুজ্জামান সরদার বলেন, এই প্রথম এরকম ঘটনা ঘটলো আমাদের মসজিদে। মসজিদের টাকা চুরি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সাধারণ সম্পাদক সামছুল আর্মি বলেন,বিষয়টি নিয়ে মসজিদের মুসল্লীদের সাথে কথা বলে প্রয়োজনে আইনগত সহায়তা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।