কৃষ্ণগহ্বরের আদৌ কোনো উপকার আছে?

কৃষ্ণগহ্বরে

কৃষ্ণগহ্বরকে প্রায়ই নেতিবাচক হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু কৃষ্ণগহ্বরের কী কোনো উপকার নেই? কৃষ্ণগহ্বর সবকিছু গ্রাস করে নেয়, এমন কি আলোও ওখান থেকে বের হতে পারে না, এরকম ধারণা থেকে কৃষ্ণগহ্বরকে নেতিবাচক বলে বিবেচনা করা হয়।

কৃষ্ণগহ্বরে

আসলে কৃষ্ণগহ্বর অতটা নেতিবাচক নয়। স্টিফেন হকিং প্রমাণ করে দিয়েছেন যে কৃষ্ণগহ্বর থেকেও বিকিরণ নির্গত হয়- যাকে আমরা হকিং রেডিয়েশান বলে জানি।

মহাবিশ্বকে ভালোভাবে জানার জন্য এবং মহাবিশ্বের অনেক মৌলিক নীতি পরীক্ষা করে দেখার জন্য, বিশেষ করে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বা আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব, কোয়ান্টাম মেকানিকস, এবং মহাবিশ্ব সৃষ্টিতত্ত্ব বা কসমোলজির তত্ত্ব পর্যবেক্ষণের জন্য কৃষ্ণগহ্বর খুবই উপকারি ভূমিকা রাখছে।