পাঁচ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের মেলিটোপল

ইউক্রেনের মেলিটোপল

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া ওব্লাস্ট অঞ্চলের মেলিটোপল শহরে পাঁচটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার ভোরে এই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
ইউক্রেনের মেলিটোপল
প্রতিবেদনে বলা হয়েছে- প্রাথমিকভাবে জানা গেছে, বিমান বাহিনীর পক্ষ থেকে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার বিস্ফোরণের আগে মেলিটোপল শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এ যুদ্ধে ইউক্রেনে অনেক ক্ষতি হয়েছে। ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। ধ্বংস হয়েছে অনেক ঐতিহ্যবাহী শহর। যুদ্ধ এখনো শেষ হয়নি।

মৃত্যু কখন হবে বুঝতে পারে বিড়ালটি, পাশে ঘুমালেই আপনার প্রাণ যাবে নিশ্চিত