জুমবাংলা ডেস্ক : কোরবানির বাজারে এবারে কুড়িগ্রামের সেরা উপহার ‘বিগ বস’। ৬ ফুট উচ্চতাবিশিষ্ট, ১৪ ফুট দীর্ঘ ও ৩২ মণ ওজনের দৈত্যাকৃতির গরুটিকে দেখে হাতির বাচ্চা বলে ভ্রম হয়। গরুটির দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। তবে ক্রেতা দাম করেছে ৪ লাখ টাকা। লকডাউনের কারণে ক্রেতা সংকটে দরদাম নিয়ে জমে উঠছেনা একদমই। তাই মালিক নুর ইসলামের স্বপ্নভঙ্গের দশা। অনেক খরচ করে এই গরুটি প্রতিপালন করে এখন অনেকটা হতাশ নুর ইসলাম।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মহেন্দ্র নারায়ণ গ্রামের কৃষক নুর ইসলাম ‘বিগ বস’ এর গর্বিত মালিক। তিনি জানান, গরুটির বয়স আড়াই বছর। নিজের গোয়ালেই জন্ম। ভালো জাতের কারণে দ্রুত বেড়েছে গায়ে-গতরে। দেশীয় খাবারে গরুটিকে প্রতিপালন করলেও দৈনিক ৪-৫ শত টাকা খরচ পড়েছে। গত বছর ২ লাখ টাকা দাম উঠেছিল। এবার অনেক খেটে গরুটিকে আকর্ষণীয় করে তুলেছেন। তাই গরুটি নিয়ে অনেক স্বপ্ন তার।
নুর ইসলাম আরো জানান, বিশালাকারের কারণে গরুটি হাটে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বাড়িতে পাইকার আসবেন বলে আশা করেছিলেন। কিন্তু লকডাউনের কারণে ঢাকাসহ দূরের পাইকাররা আসছে না। আর এই এলাকায় এই দামের গরুর ক্রেতা নেই। তাই বিস বসকে নিয়ে ঝামেলায় আছেন তিনি।
নুর ইসলাম বলেন, ‘অনেক আশা নিয়ে বাড়িতে গরুটি পালন করে বিক্রি নিয়ে সমস্যায় পড়েছি। বড় গরু হাট নিয়ে যাওয়া যায় না, বাইরের পার্টি আসে না, অনলাইনে বিক্রির কৌশলও জানি না।’ তিনি বিগ বসকে কিনতে চাইলে তার ০১৬৭১৯৬৮৭৩৯ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
প্রতিবেশী দেবালয় গ্রামের বাসিন্দা একরামুল হক জানান, দু’সপ্তাহ আগে গরুটিকে কয়েক ঘণ্টার জন্য বাড়ির উঠানে নেওয়া হলে গরুটি দেখতে ভিড় জমে যায়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা ও প্রাণি সম্পদ দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও গেছেন গরুটি দেখতে। বড় গরু ঢাকা ছাড়া বিক্রি হয় না। কিন্ত লকডাউনের কারণে ঢাকার পাইকাররা আসছেন না। এতে ‘বিগ বস’ এর বিক্রি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মালিক।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই সরকার জানান, লকডাউনের ক্রেতার কিছুটা সংকট আছে। তবে এ কারণে যাতে পশুর মালিকরা ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য অনলাইন মার্কেট খোলা হয়েছে। এই গরুটিও অনলাইনে বিক্রির ব্যাপারে চেষ্টা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।