মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সু চি সুস্থ আছেন বলে জানিয়েছে জান্তা সরকার। এই ঘোষণা আসে তাঁর ছেলে কিম আরিসের উদ্বেগ প্রকাশের পর।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কিম আরিস বলেছিলেন, তাঁর মায়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তিনি শঙ্কা প্রকাশ করেন, সু চি হয়তো মারা গেছেন, বা মৃত্যু ঘটলে সে খবরও জানতে পারবেন না।
মঙ্গলবার জান্তা সরকারের নিয়ন্ত্রিত “মিয়ানমার ডিজিটাল নিউজ”-এ একটি বিবৃতিতে বলা হয়, সু চি সুস্থ আছেন। তবে কিম আরিস বুধবার জানান, সরকার কোনো প্রমাণ দেখাচ্ছে না। সাম্প্রতিক ছবি, পরিবার বা চিকিৎসকদের সাক্ষাৎ অধিকার নেই। তিনি বলেছেন, সত্যিই যদি সুস্থ থাকে, তার প্রমাণ দেখানো হোক।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শান্তিতে নোবেলজয়ী ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে ১৯টি অভিযোগ আনা হয় এবং ৩৩ বছরের কারাদণ্ড ধার্য হয়, যা পরে ছয় বছর কমানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকেই সু চির অবস্থান অজানা।
ttps://inews.zoombangla.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa/
কিম আরিস জানিয়েছেন, সু চির হাড় ও দাঁতের সমস্যা আছে এবং সম্ভবত ২০২৫ সালের মার্চের ভূমিকম্পের সময় থেকে এসব জটিলতায় ভুগছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



