Advertisement
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক হারের পর সারা দেশ জুড়ে উঠেছে বিতর্ক। অনেকেই অভিযোগ করেছেন কোচ রবি শাস্ত্রীর বিরুদ্ধে এমনকি প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও আঙ্গুল তুলেছেন তাঁর দিকে। রবি নিজের হয়ে সাফাই ও গেয়েছেন কিন্তু তাতে কাজ হয়নি। ইতিমধ্যে বিসিসিআই ভারতের নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল।
আগস্টের শুরুতে ক্যারাবিয়ান সফর শুরু করছে ভারত তার পর ১৫ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে নামবে ভারত। ৩০শে জুলাই এর মধ্যে সবাইকে আবেদন করার জন্য জানানো হয়েছে। প্রধান কোচের সঙ্গে সঙ্গে সহযোগী কোচ ও নিয়োগ হবে। রবি শাস্ত্রী যদি পুনরায় কোচ হতে চান তাহলে তাঁকে আবার আবেদন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।