Advertisement
এবার কোকাকোলাকে আরও স্বাস্থ্যকর বানানোর উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোকে কর্ন সিরাপের বদলে আসল আখের চিনি ব্যবহারে সম্মত হয়েছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠানটি। ‘Make America Healthy Again’-ক্যাম্পেইনের অংশ হিসেবে বহুদিন ধরেই কর্ন সিরাপের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলো ট্রাম্প প্রশাসন।
ক্লাব বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্পের উপর মেডেল চুরির অভিযোগ!
তাদের দাবি, উপাদানটি বহু শারীরিক সমস্যার কারণ। মেক্সিকো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া’সহ বিভিন্ন দেশ বহুদিন ধরেই কোকে আখের চিনি ব্যবহার করে। এবার যুক্তরাষ্ট্রও যোগ দিলো সেই দলে। ইসরায়েলের সাথে কোকাকোলার সম্পৃক্ততার ইস্যুতে যখন সরব সারা বিশ্ব, তখনই পানীয়টি নিয়ে এমন পদক্ষেপ ট্রাম্পের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।