জুমবাংলা ডেস্ক : গতকাল ১৭ জুলাই মানবজমিন অনলাইনে প্রচারিত এক সংবাদে দাবী করা হয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
প্রকাশিত সংবাদে বলা হয়, বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।
এ বিষয়ে মাওলানা মীর ইদ্রিস নদভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মানবজমিনের সংবাদ পুরোপুরি মিথ্যা। তিনি কোন কর্মসূচি ঘোষণা করেননি, এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি।
হাটহাজারিতে মাদ্রাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানান মাওলানা মীর ইদ্রিস।
এ বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন।
সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।