নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। এতে সকাল থেকেই কোনাবাড়ি–জরুন আঞ্চলিক সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। কয়েক ঘণ্টা স্থবির হয়ে পড়ে যান চলাচল, চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও স্থানীয়রা।
শনিবার (১৮ অক্টোবর) সকাল আটটার দিকে স্বাধীন গার্মেন্টসের শতাধিক শ্রমিক তাদের কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে প্রতিষ্ঠানটি বেতন পরিশোধ করছে না। বেতন প্রদানের আশ্বাস দিয়ে একাধিকবার নোটিশ দিলেও টাকা মেলেনি হাতে। শনিবার সকালে গার্মেন্টসে এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। তখনই ক্ষোভে ফেটে পড়ে তারা, এবং সড়কে বসে বিক্ষোভ শুরু করেন।
একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, কারখানার মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। “দুই মাস বেতন না পেলে সংসার কীভাবে চলে? বারবার বলেও কোনো কাজ হয় না,” বলেন এক নারী শ্রমিক।
বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশ–২ এর কোনাবাড়ি জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, “শ্রমিকরা সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে জরুন পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি যেন দ্রুত সমাধান হয়।”
এদিকে কারখানার প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, “কারখানায় অর্থনৈতিক সংকট চলছে। মালিকের স্ত্রী বিদেশে থাকায় কিছু প্রশাসনিক জটিলতা হয়েছে। ডিরেক্টর (ফাইন্যান্স) এর সঙ্গে কথা বলে দ্রুত বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে।”
তবে শ্রমিকদের দাবি, এটি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকবার একই অজুহাতে বেতন বিলম্বিত হয়েছে। স্থানীয় শ্রমিকনেতারা বলছেন, মালিকপক্ষের আর্থিক অস্বচ্ছতা ও প্রশাসনিক বিশৃঙ্খলতাই এখন বড় সমস্যা।
দিনের শেষে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও শ্রমিকদের মুখে এখনও একটাই প্রশ্ন—
“বেতন কবে পাব?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।