নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ির ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে খোকন মিয়া ঝুট গুদামে আগুন দেখতে পাওয়া যায়। মুহুর্তেই আগুন পাশের পাঁচ-ছয়টি গুদামে ছড়িয়ে পরে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ির দেউলিয়া বাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।