কখনো ভেবেছেন, মঙ্গল গ্রহে আপনার ওজন কত হবে? কিংবা গ্রহরাজ বৃহস্পতিতে? কোন গ্রহে ওজন সবচেয়ে বেশি হবে? চলুন, সৌরজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহে আমাদের ওজন খুঁজে বের করি।
আপনি হয়তো বিজ্ঞান কল্পগল্পের ভক্ত কিংবা একজন মহাকাশপ্রেমী। অথবা বিশ্বাস করেন, ভবিষ্যতে মানুষ মঙ্গল, চাঁদ বা অন্য কোনো গ্রহে বাস করবে। সেক্ষেত্রে সেসব গ্রহ বা উপগ্রহে আপনার ওজন কত হবে, তা নিশ্চয়ই জানতে ইচ্ছে করে। আর তা জানার জন্য একটুখানি পদার্থবিজ্ঞান ও গণিতের সাহায্যে নিতে হবে। হিসেব কষে দেখতে হবে, কোন গ্রহে আমাদের ওজন কত। তবে তার আগে ওজন ও ভর সম্পর্কেও একটু আলোচনা করা দরকার।
ওজন ও ভরের মধ্যে বিস্তর ফারাক। কথায় কথায় আমরা ওজন ও ভর মিলিয়ে ফেললেও দুটি বিষয় আসলে এক নয়। ভর বলতে বোঝায়, কোনো বস্তুর মধ্যে কতটুকু পদার্থ আছে। যেমন, আপনার হাতের মোবাইলের ভর ৫০০ গ্রাম। অর্থাৎ, মোবাইলে মোট ৫০০ গ্রাম পদার্থ আছে। কিন্তু ওজন হলো, কোনো পদার্থের ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল। মানে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে টানে, সেই বলই হলো ওজন। মোবাইলের উদাহরণটা দিয়ে আরও একটু সহজে বোঝার চেষ্টা করি। আপনার ৫০০ গ্রাম ভরের মোবাইলটা ওপরের দিকে ছুড়ে মারলে, মোবাইল নিচের দিকে পড়বে। যত বেগে মোবাইলটা নিচে পড়বে, সেটাই মোবাইলের ওজন।
তাহলে আমরা বাজারে গিয়ে যখন মাছ বা মুরগির ওজন জিজ্ঞেস করি, তা কি ভুল হয়? আমাদের কি মাছের ভর জিজ্ঞেস করা উচিৎ? আসলে না। কারণ মাছ বা মুরগি যেহেতু পৃথিবী পৃষ্ঠেই আছে, সুতরাং ওজন বলাই যায়। এবার প্রসঙ্গে ফিরি। একটুখানি অঙ্ক করে বের করি, কোন গ্রহে আমাদের ওজন কত হতে পারে?
অন্য গ্রহে নিজের ওজন বের করতে হলে পৃথিবীতে নিজের ওজন জানতে হবে। যেমন, পৃথিবীতে হয়ত আপনার ওজন হতে পারে ৭০ কেজি। আর যে গ্রহে নিজের ওজন নির্ণয় করতে চান, সেই গ্রহের পৃষ্ঠের মহাকর্ষ শক্তি জানতে হবে। কোন গ্রহের মহাকর্ষ শক্তি কত, তা নিচে দেওয়া আছে। সবশেষে নিজের ওজনের সঙ্গে কোনো নির্দিষ্ট গ্রহের মহাকর্ষ শক্তি গুণ করলেও পাওয়া যাবে সে গ্রহে আপনার ওজন।
অন্য গ্রহে নিজের ওজন বের করার সূত্র: নিজের ওজন × গ্রহের মহাকর্ষ শক্তি।
সৌরজগতের বিভিন্ন বস্তুর মহাকর্ষ শক্তি:
- সূর্য: ২৭.০১
- বুধ: ০.৩৮
- শুক্র: ০.৯১
- পৃথিবী: ১
- চাঁদ: ০.১৬৬
- মঙ্গল: ০.৩৮
- বৃহস্পতি: ২.৩৪
- শনি: ১.০৬
- ইউরেনাস: ০.৯২
- নেপচুন:১.১৯
- প্লুটো: ০.০৬
এবার ধরুন, পৃথিবীতে আপনার ওজন ৭০ কেজি। তাহলে মঙ্গলে আপনার ওজন হবে ৭০ × ০.৩৮ = ২৬.৬ কেজি। এভাবে যেকোনো গ্রহে আপনার ওজন কত হবে, তা নিজেই বের করতে পারবেন।
এবার ৭০ কেজি ওজন ধরে সৌরজগতের কোথায় ওজন কত হবে, তা বের করি।
- সূর্য: ১ হাজার ৮৯৭ কেজি
- বুধ: ২৬.৬ কেজি
- শুক্র: ৬৩.৭ কেজি
- পৃথিবী: ৭০ কেজি
- চাঁদ: ১১.৬৯ কেজি
- মঙ্গল: ২৬.৬ কেজি
- বৃহস্পতি: ১৬৩.৮ কেজি
- শনি: ৭৪.২ কেজি
- ইউরেনাস: ৬৪.৪
- নেপচুন: ৮৩.৩ কেজি
- প্লুটো: ৪.২ কেজি
গুণ করা ছাড়াও আপনি অন্য গ্রহে নিজের ওজন বের করতে পারবেন। এ জন্য আছে অনলাইন ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে নিজের ওজন লিখলেই বাকি সব গ্রহে আপনার ওজন কত হবে, তা দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।