জুমবাংলা ডেস্ক : বাগেরহাটে চুরির মামলার এক আসামি কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। রবিবার বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। তার নাম হাফিজুর রহমান ওরফে শিপন (২৯)। তাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
পলাতক হাফিজুর বাগেরহাটের মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খায়ের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানান, গত পহেলা মার্চ একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। ওই চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোংলা থানা পুলিশ হাফিজুরকে একদিনের রিমান্ডে নিয়েছিল। রিমান্ড শেষে আসামিকে বাগেরহাট কোর্ট হাজতে ঢোকাতে তার হাতকড়া খোলার সময় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। তবে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হাফিজুর রহমানের নামে বিভিন্ন আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।