জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের মোংলা থেকে ৭৩টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গতকাল (২৬ জুলাই)সন্ধ্যায় মোংলার দিগরাজ বাজারসংলগ্ন আপাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কচ্ছপগুলো উদ্ধার করে কোস্ট গার্ড।
এ সময় মনোজ রায় (৩০) নামের এক কচ্ছপ বিক্রেতাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৩টি বিলুপ্ত প্রায় মিঠা পানির সন্ধি প্রজাতির কচ্ছপসহ মনোজ রায়কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ গ্রামের মঙ্গল চন্দ্র রায় এর ছেলে।
জব্দকৃত কচ্ছপ এবং আটককৃত ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার নিকট হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপসমূহ বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রঃ) দিঘিতে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
লেঃ কমান্ডার আমিরুল হক আরও বলেন, আটককৃত কচ্ছপ ব্যবসায়ীদের মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনসহ জীববৈচিত্রের বিভিন্ন প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।