স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে স্টিভেন স্মিথকে দুয়ো দিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপে নিজ দেশের ভক্তদের এমন আচরণ পছন্দ হয়নি বিরাট কোহলির। বরং ইঙ্গিতে স্মিথকে তালি দিয়ে অভিনন্দন জানাতে বলেছিলেন। বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞার শাস্তি কাটানো স্মিথ ইংল্যান্ডের বিপক্ষেও তেমন আচরণ পেতে পারেন। তবে ইংলিশ অধিনায়ক এউইন মরগান অবশ্য কোহলির মতো কোনও উদাহরণ স্থাপন করতে চাইলেন না।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন যখন করা হলো মরগান তখন উপস্থাপন করলেন নিজের অবস্থান, ‘আমি এমন কিছু করবো না। ভক্তদের পরিবর্তন করতে এমন কিছুতে প্রভাব বিস্তারও করবো না।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের কারণে স্মিথ-ওয়ার্নারকে নিষিদ্ধ করা হয়েছিল ১২ মাস। প্রতারণার কারণে এখন ইংলিশ ভক্তরা কীভাবে নেবেন দুজনকে? এমন প্রশ্নে মরগান অবশ্য বলেছেন ভক্তদের আস্থা ফিরে পেতে সময় লাগবে দুজনের, ‘পুনরায় আস্থা ফিরে পেতে সময় লাগবে। তবে কে জানে তা কত সময় নেবে?’
তিনি আরও যোগ করেন, ‘ওরা অপরাধমূলক কিছু একটা করেছে। এর জন্য শাস্তিও পেয়েছে। তার মানে এই নয় যে ক্রিকেট বিশ্বে তারা এখন সহজভাবে গ্রহণযোগ্য।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।