‘এমন নির্বাচক জন্মায়নি যে কোহলিকে বাদ দেবে’

স্পোর্টস ডেস্ক: খারাপ ছন্দ চলছে বিরাট কোহলির। বড় রান কিছুতেই আসছে না তার ব্যাটে। ফর্ম নেই তার। কোহলির সময়টা মোটেও তার পক্ষে কথা বলছে না। সেঞ্চুরি নেই প্রায় তিন বছর হয়ে যাচ্ছে, ব্যাটেও রান নেই এখন।

ফাইল ছবি

১১০টির বেশি ইনিংসে সেঞ্চুরি নেই কোহলির। টানা অফফর্মের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি ভারতের সাবেক অধিনায়ককে।

ব্যাট না হাসায় কপিল দেবের মতো ভারতের অনেক সাবেক তারকা কোহলিকে দল থেকে বাদ দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলছেন।

এমন পরিস্থিতিতে কোহলির পক্ষে কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এ সাবেক উইকেটকিপার বলেন, ‘ভারতে এমন কোনো নির্বাচকের জন্ম হয়নি যে বিরাট কোহলিকে বাদ দিতে পারেন।

কোহলির ভারত দলে ঠাঁই না পাওয়াকে বিশ্রাম হিসেবে উল্লেখ করেছেন রশিদ লতিফ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেছেন, ‘বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই অভিজ্ঞ খেলোয়াড় কিছু সময়ের জন্য নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড সফরের পর অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। ’

রশিদ লতিফ আরও বলেন, ‘বিরাট কোহলিকে এশিয়া কাপে খেলতে দেখা যাবে এমন সম্ভাবনা রয়েছে।’

কোহলিকে ঘিরে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির এক মন্তব্যেরও সমালোচনা করেন।

সৌরভ বলেছিলেন, ‘কোহলিকে তার পথ নিজেই খুঁজে বের করতে হবে এবং সফল হতে হবে।’

সেই মন্তব্যের পিঠে রশিদ লতিফ জানালেন, শুধু কোহলির ফর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন ভারতীয় নির্বাচকরা, আরও যারা ভালো খেলছে না তাদের নিয়ে চিন্তা নেই বিসিসিআইয়ের।

পাকিস্তানের এ সাবেক তারকা সৌরভকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি একজন খেলোয়াড়ের কথা বলছেন, কিন্তু পুরো ভারতীয় দলও ধারাবাহিকভাবে জিতছে না। আপনি কোহলির কাঁধে বন্দুক রেখে অন্য খেলোয়াড়দের নিরাপদে রাখছেন। আপনি ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকান। এমনকি যখন কোহলি পারফর্ম করেননি, তখন অন্যরা কী করছিল?’

প্রসঙ্গত, গত তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। চলমান ইংল্যান্ড সফরেও কোহলি ফ্লপ। এজবাস্টন টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও নিজের ইনিংস বড় করতে পারেননি। এখন দেখার বিষয়, বিশ্রামের পর ফিরে তিনি নিজের ছন্দে ফিরেন কিনা। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ক্রিক এডিক্টর