স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বলা ভারতীয় ক্রিকেট বোর্ডকে। দেশটির বোর্ড যেমন ধনী তেমনি ব্যক্তিগতভাবে আয়ের দিক থেকে পিছিয়ে নেই দলটির ক্রিকেটাররাও। বোর্ড থেকে তারা যত বেতন পায় তার থেকে বেশি আয় করে বিভিন্ন কোম্পানির অ্যাম্বেসেডর হয়ে। এরই ধারাবাহিকতায় এবার চোখ ধাঁধানো ব্র্যান্ড ভেল্যু অর্জন করেছেন দলটির অধিনায়ক বিরাট কোহলি।
এই মুহূর্তে কোহলি ২৩টি প্রতিষ্ঠান বা পণ্যের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে রয়েছেন। এছাড়াও যুক্ত আছেন একটি হোটেলের সাথেও। সব মিলিয়ে ২০১৯ সালে কোহলির আয় ১৭৪ কোটি রুপি বা ২০৬ কোটি টাকা।
কোহলি যেসব ব্র্যান্ড বা পণ্যের সাথে অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন সেগুলো হলো : অডি, ফ্লিপকার্ট, এমআরএফ, পুনে, উবার, টু, ইয়াম, স্টার, ভিকস, ভেলভলাইন, হিমালয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স, আমেরিকান টুরিস্টার, বুস্ট, রেমিট টু ইন্ডিয়া, মান্যবর, শিয়াম স্টিল, ভিটাবায়োটিকস, ভলিনি, লুমিনাস, হিরো, কলগেট, মোবাইল প্রিমিয়ার লিগ ও গুগোল ডুয়ো।
ক্রিকেট ও বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হওয়া ছাড়াও ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে শামিল হয়েও বাড়ছে কোহলির আয়। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই তারকার উচ্চতা এতই বেশি যে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান তাকে দূত করার জন্য রীতিমত পিছু লেগে থাকে। তবে কোহলিকে পাওয়াও যে চাট্টিখানি কথা নয়। বেশ বুঝেশুনেই চুক্তির পথে পা বাড়ান ভারতের অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।