কোহলির শততম টেস্টে মাঠে আনুশকা, বিতর্ক

কোহলির শততম টেস্ট

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে ভারত বনাম শ্রীলংকার টেস্ট ম্যাচ। এটি বিরাট কোহলির ১০০ টেস্ট। শুক্রবার ঐতিহাসিক মোহালি টেস্ট শুরুর আগেই ১২তম ভারতীয় ক্রিকেটার হিসেবে কোহলিকে সংবর্ধনা দেয় বিসিসিআই।

কোহলির শততম টেস্ট

এর আগে জাতীয় দলের হয়ে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব ছিল দিলীপ ভেঙ্গসরকার, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো মহাতারকাদের। তাৎপর্যপূর্ণভাবে বিশেষ দিনে কোহলির হাতে স্পেশ্যাল ক্যাপ তুলে দিলেন রাহুল দ্রাবিড়, যিনি বর্তমানে জাতীয় দলের কোচ।

আর কোহলির হাতে বিশেষ ক্যাপ তুলে দেওয়ার সময় মাঠে উপস্থিত ছিলেন স্ত্রী আনুশকা শর্মা। টেস্টের প্রথম দিনে গ্যালারিতে কোহলির পরিবারও হাজির ছিল। তবে কোহলির সংবর্ধনা মঞ্চে আনুশকা কেন, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার বিতর্ক তৈরি হয়ে গেল। অনেকেই প্রশ্ন তুলেছেন, এভাবে ক্রিকেট মাঠে ক্রিকেটারের সঙ্গে তার স্ত্রীও হাজির থাকতে পারেন কি না! অনেকেই আবার কোহলির সঙ্গে অনুশকাকে দেখে হৃদয়গ্রাহী পোস্ট করেছেন। তারা আবার কোহলির সঙ্গে অনুশকাকে দেখে, কোনো ভুল খুঁজে পাননি।

যাইহোক, কোচ দ্রাবিড় জানালেন, ‌‘ও এই সম্মানের পুরোপুরি যোগ্য। ড্রেসিংরুমে বলেছি, এই সংখ্যাটা দ্বিগুণ করতে হবে।’

সম্মানের মঞ্চে দাঁড়িয়ে কোহলি জানালেন, ‘ধন্যবাদ রাহুল ভাই। এটা আমার কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। স্ত্রী এখানে রয়েছে। আমার ভাইও গ্যালারিতে রয়েছে। ক্রিকেট দলগত খেলা। সকলের অবদান ছাড়া এই জায়গায় পৌঁছাতে পারতাম না। বোর্ডকে ধন্যবাদ। শৈশবের হিরোর কাছ থেকে এই সম্মান পাওয়ার থেকে ভালো কিছুই হতে পারে না। যুব পর্যায়ে দ্রাবিড়ের সঙ্গে আমার সেই ছবি এখনো রয়েছে।’

একটি মাছটি বিক্রি হলো ২ লাখ ২৪ হাজার টাকায়

এদিকে, মোহালিতে আনুষ্ঠানিকভাবে টেস্টে রোহিত জমানারও সূচনা হলো শুক্রবার। পূর্ণ সময়ের ক্যাপ্টেন হিসেবে প্রথমবার খেলতে নেমেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে বাদ পড়ার পরে দুজনের জায়গায় নেওয়া হয়েছে হনুমা বিহারি এবং শ্রেয়স আইয়ারকে।

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা।