স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভিরাট কোহলির দখলে ছিল দীর্ঘদিন ধরে। নিজেদের শেষ ম্যাচে এসে এরপর কোহলির ৩৮ ছক্কার রেকর্ডকে ছাড়িয়েই গেছেন অভিষেক শর্মা। একই সাথে প্রথম ভারতীয় হিসেবে এক মৌসুমে ৪০টি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই বাঁহাতি ব্যাটার।
রোববার (১৯ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। মাত্র ২১ বলে করেছেন অর্ধশতরান। ইনিংসে ৫টি ছক্কা মারেন এ বাঁহাতি ব্যাটার। লিগ পর্ব শেষে ৪১টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটার এখন তিনি। পেছনে ফেলেছেন ‘কিং’ কোহলিকে।
এর আগে কোহলি এই রেকর্ডের মালিক ছিলেন। ২০১৬ সালে তিনি ৩৮ ছক্কা মেরেছিলেন। চলতি মৌসুমে অবশ্য নিজের রেকর্ড নিজেও ভাঙতে পারেন কোহলি। এবার এখনো পর্যন্ত ৩৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ প্লে-অফে এলিমিনেটরে দু’টি ছক্কা মারলেই নিজের রেকর্ড ভেঙে ফেলবেন কিং কোহলি।
দেশি-বিদেশি মিলিয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ক্যারিবিয়ান দানব চূড়ায় বসে আছেন ৫৯ ছক্কা মেরে। ২০১২ সালে গড়া সে রেকর্ডের কাছাকাছি যদি কেউ বারবার যেতে পারেন, সেটিও তিনিই। পরের বছরই মেরেছিলেন ৫১ ছক্কা। আর একজন মাত্র ব্যাটার আছেন যিনি কোনও এক মৌসুমে পঞ্চাশ ছয়ের ঘরে ঢুকতে পেরেছিলেন। সেই ব্যাটারও যে আরেকজন ক্যারিবিয়ান, এটা অনুমানে কোনও পুরস্কার নেই। ২০১৯ আইপিএলে আন্দ্রে রাসেল থামেননি ৫২ ছক্কার আগে।
চতুর্থ স্থানে গিয়ে পাওয়া যায় ক্যারিবিয়ানের বাইরের কারো খোঁজ। ২০২২ আইপিএলে জস বাটলার ৮৬৩ রান করার পথে ৪৫ বার ব্যাট থেকে সর্বোচ্চ রান আদায় করেছিলেন। ২০১১ সালে মারা গেইলের ৪৪ ছক্কা আছে পঞ্চম স্থানে। এরপর গিয়ে কোনও ভারতীয় আসেন তালিকায়। ১৩ ম্যাচে ৪১টি ছয় হাঁকানো অভিষেক ‘প্রথম গেইল’কে না ছাড়িয়ে যেতে পারলেও। ছক্কার রেকর্ডে এতটাই দাপট গেইলের, ‘পঞ্চম গেইল’কেও অভিষেকের টপকে যাওয়া ছোটখাটো অর্জন হবে না নিঃসন্দেহে।
চলতি আইপিএলে অভিষেক শর্মা ব্যাট হাতে ১৩ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরিতে ৪৬৭ রান করেছেন। ৩৮.৯২ গড় ও ২০৯.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। হায়দরাবাদের প্লে-অফে ওঠার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন অভিষেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।