কোহলীর রেকর্ড ভাঙলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলীর রেকর্ড ভাঙলেন মার্টিন গাপটিল। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে এই রেকর্ড করলেন এই ডানহাতি ব্যাটার।

ম্যাচ শুরুর আগে কোহলির থেকে ১০ রান পিছিয়ে ছিলেন গাপটিল। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই ১৪ রান নেন তিনি। তার সঙ্গেই টপকে যান কোহলিকে। শেষ পর্যন্ত ১৫ বলে ৩১ রান করে দীপক চাহারের বলে আউট হন গাপটিল।

১১১টি টি২০ ম্যাচে ৩২৪৮ রান হলো গাপটিলের। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান করেছেন তিনি। অন্যদিকে ৯৫ টি২০ ম্যাচে ৩২২৭ রান রয়েছে কোহলির। কোনও শতরান না করলেও ২৯টি অর্ধশতরান রয়েছে তার দখলে।

টি২০-তে রানের তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের বর্তমান টি২০ অধিনায়ক রোহিত শর্মা। তার রান ৩০৮৬। কোহলি বর্তমান সিরিজে না থাকায় তার কাছেও সুযোগ রয়েছে ব্যবধান কমানোর। তালিকায় চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ (২৬০৮) ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং (২৫৭০) রয়েছেন পাঁচ নম্বরে।

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের