স্পোর্টস ডেস্ক: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার শরীফ ইসলাম। চিকিৎসা অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় তার জীবন নিয়ে শঙ্কা তৈরী হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রচারের পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রবিবার (২২ জানুয়ারি) চিকিৎসার জন্য শরীফের বাবার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।
রবিবার (২২ জানুয়ারি) বিকেলে তামিমের বনানীর বাসায় শরিফের বাবা শুক্কুর আলীকে নিয়ে যান জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর শরিফের বাবার হাতে ১০ লাখ টাকা তুলে দেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। সেই সঙ্গে বলেছেন, দুশ্চিন্তা না করতে। দিয়েছেন পাশে থাকার আশ্বাসও।
এর আগে, শরিফ ইসলামের জন্য ৫ লাখ টাকা দেয় বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে এই ক্রিকেটারের চিকিৎসা চলছে। শরিফের জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার কাজ চলছে। একইসাথে তার পাসপোর্টও করতে দেয়া হয়েছে। ঢাকায় প্রথম কেমো দেয়ার পর তাকে ভারতে নেয়া হবে।
এর আগে, শরিফের অসুস্থতার কথা দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলের মাধ্যমে বিসিবি সভাপতিকে জানানো হলে তিনি সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন। তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়ান, এটা নতুন কিছু নয়। এর আগেও তিনি গ্রান্ডস ম্যানদের অর্থ দিয়ে সাহায্য করেছিলেন।
মাশরাফিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দলে চান আশরাফুল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।