Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন যদি পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার জন্য ক্ষমা চায় ও ক্ষতিপূরণ দেয়, তবে দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার এমন কথা বলেছেন।
২০১৮ সালে বিশ্বের ছয়টি শক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের লাগাম ধরতে এই চুক্তি যথেষ্ট নয়।
হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পরমাণু চুক্তির অধীন বাধ্যবাধকতা পূরণ করতে হবে তাদের। চুক্তি থেকে সরে যাওয়ার জন্য তাদের ক্ষমা চাইতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।