Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘নুরকে গণমাধ্যমের বিরুদ্ধে নেয়া অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে। নয়তো তিনি যেমন কিছু গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছেন তেমনি গণমাধ্যমও তাকে বর্জন করতে পারে।’
বুধবার এডিটরস গিল্ড, বাংলাদেশ-এর সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা বলা হয়।
বিবৃতিতে গিল্ড সদস্যরা বলেন, ‘একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে নুরকে টকশোতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি অংশ নিতে রাজি হননি। এটা একান্তই তার ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু সেই টেলিভিশনসহ আরও কিছু মিডিয়াকে বর্জন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই মানা যায় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।