ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের সংগঠন জানিয়েছে, গাজায় কর্মরত তাদের সাংবাদিকরা বর্তমানে ক্ষুধার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
সংস্থাটির হয়ে কাজ করা ১০ জন ফ্রিল্যান্স সাংবাদিকের একজন ১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘আমি আর মিডিয়ার জন্য কাজ করার শক্তি রাখি না। আমার শরীর এখন খুব দুর্বল, আমি আর কাজ করতে পারছি না।’
এএফপি জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের অধিকাংশ সাংবাদিক শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, তারা এখন আর পেশাগত দায়িত্ব পালনে সক্ষম নন এবং পরিস্থিতি দিনের পর দিন আরো ভয়াবহ হয়ে উঠছে।
সংস্থাটি বলেছে, ‘তাদের হৃদয়বিদারক সাহায্যের আহ্বান এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা যেকোনো মুহূর্তে তাদের মৃত্যুসংবাদ পেতে পারি, আর এ বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ‘
যদিও সাংবাদিকদের মাসিক বেতন প্রদান করা হচ্ছে, তবুও তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হয় বাজারে নেই, অথবা থাকলেও দাম এত বেশি যে তা নাগালের বাইরে।
সংগঠনটি আরো জানায়, ‘এএফপি ১৯৪৪ সালের আগস্টে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হারিয়েছি, আমাদের কেউ কেউ আহত হয়েছেন, কেউ কেউ বন্দিও হয়েছেন। কিন্তু ক্ষুধায় সহকর্মীর মৃত্যুর আশঙ্কা আগে কখনও আমাদের সামনে আসেনি।
আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা তাদের ক্ষুধায় মরতে দিতে পারি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।