জুমববাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে কোনো অদ্ভুত বিষয় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তেমনই এবার এক রেস্তোরাঁর অদ্ভুত খাবার ভাইরাল হয়েছে। খাবারটির নাম ‘গডজিলা র্যামেন’।
ভাইরাল এই খাবারের ভিডিও দেখে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই শিউরে উঠেছেন। এমনকি যেখানে এই খাবার পাওয়া যায়, সেখানকার বাসিন্দারা বলছেন, এই খাবারের স্বাদ নিতে সাহস লাগে।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, তাইওয়ানের ইউনলিনা কাউন্টির ডউলিউ সিটির উইচ ক্যাট র্যামেন রেস্তোরাঁয় সম্প্রতি একটি নতুন খাবার নিয়ে এসেছে, যার মূল উপকরণ হল কুমিরের আস্ত একটি পা! কুমিরের পা সেদ্ধ করে কিংবা পুড়িয়ে নুডলসের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় গডজিলা র্যামেন। দুটি ভিন্ন ফ্লেভারে পাওয়া যায় এই খাবারটি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক তরুণী চপস্টিক দিয়ে খাবারটি খাচ্ছেন। র্যামেনের প্লেট থেকে বেরিয়ে রয়েছে কুমিরের আস্ত একটি পা। তরুণী খেতে খেতেই জানাচ্ছেন, খাবারটি দারুন সুস্বাদু।
তবে সোশ্যাল মিডিয়ায় খাবারটি নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ বলছেন, তারা কোনোভাবেই এই খাবারের স্বাদ নিতে চান না। আবার অনেকের বক্তব্য, এমনভাবে কুমিরের কাটা পা খাবারের মধ্যে রাখা রয়েছে, যা দেখলেই ভয় লাগছে।
এদিকে উইচ ক্যাট র্যামেন রেস্তোরাঁয় কর্তৃপক্ষও স্থানীয় সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে, মানুষজন সোশ্যাল মিডিয়ার জন্য গডজিলা র্যামেনের ছবি তুলতে চায় কিন্তু তারা তারা এটির স্বাদ নিতে ভয় পায়। গডজিলা র্যামেন খুবই সুস্বাদু একটি খাবার। খাবারটির মধ্যে যে স্যুপ রয়েছে তাতে ৪০ ধরনের প্রাকৃতিক মসলা ব্যবহার করা হয়েছে।
গতমাসে সোশ্যাল মিডিয়ায় তাইওয়ানের আরেকটি রেস্তোরাঁর খাবার ভাইরাল হয়েছিল, যেটি রান্না করা হয়েছিল ১৪টি পা বিশিষ্ট বিশালাকার সামুদ্রিক জীব আইসোপড দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।