জুমবাংলা ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা। আজ রবিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারি মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
এছাড়া অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘হাঁচি কাশি দিলেই কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য বা চেকআপের জন্য বিদেশে যান। বর্তমানে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘বেগম জিয়া পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন। ৩ বছরে তিনি সরকারের হেফাজতে থেকেও কীভাবে এতো অসুস্থ হলেন, তার জবাব সরকারকে দিতে হবে। উনার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।’
রুমিন ফারহানার বক্তব্য, ‘খালেদা জিয়া সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ৪০১ ধারা অনুযায়ী সরকার চাইলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আইনমন্ত্রী এই ধারার ভুল ব্যাখ্যা দিচ্ছেন।’
তার মতে, দেশে আইনের শাসন থাকলে অনেক আগেই খালেদা জিয়ার জামিন হতো।
বিএনপির আরেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘খালেদা জিয়া মুক্তি পেলে দেশে নতুন উদ্দীপনা তৈরি হবে। এই ভয়ে সরকার তার মুক্তি দিচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না।’
এই সংসদ সদস্য মনে করেন, আইনমন্ত্রীর দেওয়া ব্যাখ্যা ‘হাস্যকর’। তিনি বলেন, ৪০১ নম্বর ধারার সঠিক প্রয়োগ হলে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দেওয়া হতো।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার চিকিৎসা দেখভালের দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সম্প্রতি বলেন, ‘খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা, রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে।’
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ১৮ নভেম্বর জাতীয় সংসদে বলেন, খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আইনের বাইরে কিছু করার তার সুযোগ নেই। তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। এ ৪০১ ধারায় কোনো বিষয় নিষ্পত্তির পর আবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।
বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে, এই তো বেশি: প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।