জুমবাংলা ডেস্ক: রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৬ ডাউন ট্রেনটি আজ (রবিবার) সন্ধ্যায় লাইনচ্যুত হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনের কাছে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়।
কোটচাঁদপুর রেলষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার কাউসার মাহমুদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনটি কোটচাঁদপুর ষ্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার পথ যাওয়ার পর কলেজ লেভেল ক্রসিংয়ের কাছে সন্ধ্যা ৭.২০ মিনিটের দিকে ট্রেনটির পিছনের একটা বগি’র চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি বলেন, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এখন খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন এলে সোমবার ভোর নাগাদ রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।